ক্রমেই সুস্থ হয়ে উঠছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উডল্যান্ডস হাসপাতালের তরফে রবিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ইন্টারমিটেন্ট নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্ট’-এ রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এদিন সন্ধ্যাবেলায় স্যুপও খেয়েছেন তিনি।
উডল্যান্ডস হাসপাতাল জানিয়েছে, সোমবার তাঁর শরিরীক অবস্থা খতিয়ে দেখতে বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে রাইলস টিউব লাগানো রয়েছে। সব মিলিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের শারিরীক অবস্থা স্থিতিশীল।
প্রসঙ্গত, ২৯ জুলাই ফুসফুসের সংক্রমণজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য।
তাঁর চিকিৎসার বিষয়টি দেখার জন্য ১১জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডে রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী, সৌতিক পান্ডা, সুস্মিতা দেবনাথ, সরোজ মন্ডল, অঙ্কন বন্দোপাধ্যায়, ধ্রুব ভট্টাচার্য, আশিষ পাত্র, দীপ নারায়ণ মুখার্জি, সেমন্তী চক্রবর্তী, সোমনাথ মাইতি এবং সপ্তর্ষি বসু।
Comments :0