ফুড ডেলিভারিতে কর্মরত শ্রমিকদের উপর আক্রমণ চালালো তৃণমূল কংগ্রেসের এক নেতার বাহিনী। শ্রমিকদের বক্তব্য, তাঁরা পাশের কাবারহাটি এলাকার বাসিন্দা। অন্য এলাকার ছেলেরা কেন এখানে কাজ করবে একথা বলেই তাঁদের ওপর মাঝে মাঝেই আক্রমণ করা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। যখন শ্রমিকরা বলছেন, এই নেতার দাপটে বহুজাতিক কম্পানিটির আউটলেট বন্ধের মুখে পড়ে গেল। রাজ্যে যখন বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে দাঁড়িয়ে বেলঘরিয়ার পুরানো ১১ নং বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত উন্নয়ন ক্লাবের সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিল কিট কোম্পানির ফুড ডেলিভারি কর্মরত শ্রমিকরা। তিনি তৃণমূল কংগ্রেসের এক নেতার ছত্রছায়ায় আছেন। শ্রমিকদের অভিযোগ, উন্নয়ন ক্লাবের সন্দীপ দাস অনুগামীরা দীর্ঘদিন ধরেই তাঁদেরওপর অত্যাচার করে আসছে। শুক্রবার ফের শ্রমিকদের উপর আক্রমণ শুরু করা হয়। পরিকল্পিতভাবেই এই আক্রমণ করা হয়েছে। ৬ জন শ্রমিক গুরুতর আহত হন। তাদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম বেশি গুরুতর থাকায়, এর মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালানো হচ্ছে। একজন শ্রমিকের মোটর বাইক কেড়ে নেওয়া হয়েছে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন জখম শ্রমিকরা। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে অত্যাচার হয়ে চলেছে এবং থানায় অভিযোগও দায়ের করা হয়ে চলেছে। কিন্তু পুলিশের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয় না। এই দিনও পুলিশের সামনেই আক্রমণ করা হয়েছে অথচ পুলিশ ছিল নির্বিকার।
অপরদিকে উন্নয়ন ক্লাবে সম্পাদক মারধরের ঘটনার সাফাই দিয়ে বলেছে, বিলকেট কোম্পানির ফুড ডেলিভারি বয়রা নাকি দীর্ঘদিন ধরে এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে এবং সে কারণে থানায় আগাম অভিযোগ জমা দেওয়া হয়েছিল।
TMC Attack
ফুড ডেলিভারি কর্মীদের উপর হামলা তৃণমূলের
×
Comments :0