Chaitra Sale

নববর্ষ উপলক্ষে মানুষের ঢল শ্রীরামপুরে

জেলা

Chaitra Sale বাংলা নববর্ষ উপলক্ষ্যে শেষ মুহূর্তের কেনাকাটার ভীড় শ্রীরামপুরে

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! তার পরই নতুন বছরের আনন্দের জোয়ারে গা ভাসাতে বেরিয়ে পড়বে উৎসব প্রিয় মানুষ। জেলা থেকে শহর যেন মানুষের ঢল নেমেছে চৈত্র সেলে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে শেষ মুহূর্তের কেনাকাটার ভিড় শ্রীরামপুরে।


লকডাউনের পর এই প্রথম বার উষ্ণ অভ্যর্থনায় বাংলা। নতুন বছর উদযাপনে মেতেছেন রাজ্যের মানুষ। পিছিয়ে নেই হুগলী জেলাও। হুগলী জেলার অন্যান্য প্রান্তের মতো শ্রীরামপুর হকার্স কর্ণার সহ টিন বাজার। এনএসএভেনিউতে মানুষের ঢল নেমেছে। একদিকে রাত পোহালেই পয়লা বৈশাখ অন্যদিকে চলছে রামজান মাস। রামজান পেরোলেই খুশির ঈদ। দুই ধর্মের মানুষের অনন্য মেলবন্ধন হয়েছে শ্রীরামপুরে।

 শ্রীরামপুর হকার্স কর্ণারের এক ব্যবসায়ী জানালেন, দুবছর লকডাউনে বিক্রিবাটা তেমন হয়নি শ্রীরামপুরের জামাকাপড় ব্যাবসায়ীদের। এবারের পয়লা বৈশাখ কিছুটা স্বস্তি দিয়েছে বলা চলে। শ্রীরামপুর ষ্টেশন সংলগ্ন একজন জামাকাপড়ের ব্যাবসায়ী জানান এবারে বিক্রিবাটা ভালো।

Comments :0

Login to leave a comment