Chandrayan3 in moon orbit

চাঁদের কক্ষপথে আরও একধাপ অবতরণ চন্দ্রযানের

জাতীয়

চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩। বুধবার চাঁদের কক্ষপথে আরও একধাপ নামল চন্দ্রযান। চাঁদ থেকে চন্দ্রযান-৩-এর দূরত্ব এখন মাত্র ১,৪৩৭ কিলোমিটার। বর্তমানে মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠ থেকে ১৭৪ কিমি X ১৪৩৭ কিমি দূরে অবস্থান করছে। ওই কক্ষপথ ধরেই কয়েকদিন চাঁদের চারপাশে পাক খাবে চন্দ্রযান-৩। অর্থাৎ, চাঁদে পৌঁছতে তার আর ১,৪৩৭ কিমি পথ অতিক্রম করতে হবে চন্দ্রযান-৩‘কে।


চন্দ্রপৃষ্ঠে নামার আগে চন্দ্রযানকে মোট পাঁচ বার চাঁদের কক্ষপথ পরিবর্তন করানোর পরিকল্পনা করেছেন ইসরোর বিজ্ঞানীরা। তার মধ্যে প্রথম বারের কক্ষপথ বদল হয়েছিল গত রবিবার। আজ দ্বিতীয় কক্ষপথেও নির্বিঘ্নে অবতরণ করে চন্দ্রযান। আরও তিনটি কক্ষপথ অতিক্রম করা বাকি। সেই কক্ষপথগুলো একের পর এক অতিক্রম করলেই চাঁদের দক্ষিণ পৃষ্ঠে অবতরণ করিয়ে ইতিহাস তৈরি করবে ইসরো। চন্দ্রযান-৩-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করানো হবে আগামী ১৪ অগস্ট জানাল ইসরো। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে হবে কক্ষপথ পরিবর্তনের কাজ। বেঙ্গালুরু অফিসে বসে বিজ্ঞানীরা মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করছেন।

Comments :0

Login to leave a comment