মীনাক্ষি মুখার্জি, দীপ্সিতা ধরের বিরুদ্ধে সাউথ পোর্ট থানায় স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করলো কলকাতা পুলিশ। শনিবার কাঁটাপুকুর মর্গে জয়নগরের নির্যাতীতারে দেহ ময়নাতদন্তের জন্য আনা হয়। পরিবারের অনুপস্থিতিতে কেন ময়নাতদন্ত করা হচ্ছে সেই দাবি তুলে বিক্ষোব দেখাতে থাকেন এসএফআই, ডিয়াইএফআই কর্মীরা। গাড়ি আটকে তারা দাবি করেন বাবা মায়ের সামনে ময়নাতদন্ত করার জন্য। সেই সময় পুলিশের সাথে খন্ডযুদ্ধ বাঁধে তাদের। মারধর করা হয় এসএফআই, ডিওয়াইএফআই কর্মীদের। মুখ ফাটে একজন ছাত্রের। মহিলাদের গায়ে হাত তোলে পুরুষ পুলিশরা। উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। মর্গ থেকেই এক এসএফআই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বামপন্থী ছাত্র যুবরা দাবি করেন যে আর জি কর কাণ্ডের মতো প্রমান লোপাট করতে চাইছে পুলিশ। প্রমান যাতে কোন ভাবে লোপাট না হয় তার জন্য পরিবারের সামনে ময়নাতদন্তের দাবি তোলেন তারা। বামপন্থী ছাত্র যুবদের সাথেযখন পুলিশের খন্ডযুদ্ধ চলছে সেই সময় কাছেই পুলিশি প্রহরায় নিরাপদে দাঁড়িয়ে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
Minakshi Mukherjee
মীনাক্ষি, দীপ্সিতার বিরুদ্ধে মামলা পুলিশের
×
Comments :0