Howrah

হাওড়ায় উদ্ধার বিপুল পরিমাণ টাকা

রাজ্য

আগামী ১৯ এপ্রিল অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। দেশজুড়ে চলছে নির্বাচনী তৎপরতা। তারমধ্যেই বুধবার হাওড়া থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। এদিন দুপুর ১২টা নাগাদ গোলাবাড়ি থানার সামনে নাকা চেকিংয়ের সময়ে টাকা গুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, হলুদ একটি হলুদ ট্যাক্সিকে দেখে তাদের সন্দেহ হয়। গাড়িটিকে সঙ্গে সঙ্গে আটক করে পুলিশ তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় দুটি ব্যাগ। তা খুলতেই উদ্ধার হয় নগদ ৫৮ লক্ষ ৭১ হাজার টাকা।  একটি ব্যাগে ছিল ২০০ এবং ১০০ টাকার নোটের বান্ডিল। আরেকটি ব্যাগে ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই টাকার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি গাড়িতে তাকা দুই আরোহী প্রশান্ত কুমার সোনি(৩৯) এবং ভুপিন্দর সিং(৩৪) খবর পুলিশ সূত্রে। দুজনেই মধ্যপ্রদেশের বাসিন্দা। দুজনকেই আটক করে  গোলাবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে চলে জিজ্ঞাসাবাদ, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা নিয়ে ট্যাক্সি করে তাঁরা কোথায় যাচ্ছিল তা জানতে পারেনি। গোলাবাড়ি থানার তরফে আয়কর দপ্তরে জানানো হয় টাকা উদ্ধারের ঘটনা।  আয়কর দপ্তরের আধিকারিকরা এসে জিজ্ঞাসাবাদ শুরু করে।


 

পুলিশ জানিয়েছে, দুই সন্দেহভাজন মঙ্গলবার জবলপুর থেকে ট্রেনে উঠেছিল এবং মানিকপুরে নেমে তারপর চম্বল এক্সপ্রেস ধরে বর্ধমানে। সেখান থেকে তারা কোন্নগর পর্যন্ত লোকাল ট্রেনে। আটক হওয়ার আগে কোন্নগর থেকে তারা ট্যাক্সিতে উঠেছিল। হাওড়া স্টেশনে কাছে জিআর ব্রিজের উপরে নাকা তল্লাশি করছিল গোলাবাড়ি থানার পুলিশ। ওই ট্যাক্সিটিকে আটক করে দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের অসংলগ্ন কথাবার্তায় পুলিশকর্মীদের সন্দেহ হয়। যদিও অভিযুক্তরা পুলিশের কাছে দাবি করেছে, ওই টাকা এক ব্যাবসায়ীর, তাঁরা  গয়না কিনতে  বড়বাজার যাচ্ছিল। এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কোথায় কি করেতে যাচ্ছিলেন, তা নিয়ে পুলিশ ও আয়করদপ্তরের আধিকারীকার জিজ্ঞাসাবাদ করেন। তবে অভিযুক্তদের দাবি অনুয়াযী ব্যবসায়ীর সম্পূর্ণ পরিচয় তাঁরা দিতে পারেনি।

Comments :0

Login to leave a comment