নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিল একটি বেসরকারি সংস্থার ডেলিভারি বয় এবং তার স্ত্রী। তারা বিষয়টি দেখতে পেয়ে ছবি তোলে এবং পার্টির কর্মীদের জানায়। তারা তখন এসে পাড়ার লোকের সহযোগিতায় সেই আগুন নেভায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের আসেন সিপিআই(এম) নেতা কিশোর গাঙ্গুলী, সিদ্ধার্থ গাঙ্গুলি সহ পার্টির কর্মীরা। খবর দেওয়া হয় বরাহনগর থানায়।
এদিন সকালে সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্য সেই পোড়া পার্টি অফিসে যান। সেখানে সংক্ষিপ্ত সভাও হয়। বিকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।
সামনে দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনের পাশাপাশি বরাহনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। গোটা রাজ্যের পাশাপাশি এই এলাকায় বামপন্থীদের প্রতি মানুষের সমর্থন বাড়ছে। সেই কারণে এই নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এই কাজ করা হয়েছে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।
Comments :0