Andhra Pradesh New governor

অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হলেন বাবরি মামলার বিচারপতি

জাতীয়

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস আবদুল নাজিরকে রবিবার অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। 

কিন্তু প্রশ্ন উঠছে কে এই আবদুল নাজির। অযোধ্যা জমি বিতর্ক মামলায় যে চারজন বিচারপতির বেঞ্চ শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ভেঙে রামমন্দির গড়ার সপক্ষে রায় দেয়। সেই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি নাজির। তিন তালাক মামলারও বিচারপতি ছিলেন তিনি। 

কর্ণাটক হাইকোর্টে আইনজীবী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন এস আবদুল নাজির। পরে, ২০০৩ সালে, অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগ দেন ওই একই আদালতে। ২০১৭তে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে শীর্ষ আদালতের বিচারপতি পদে নিয়োগের জন্য নাম পাঠায়। 

শীর্ষ আদালত থেকে চলতি বছরেরই ৪ জানুয়ারি বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন তিনি। 

তবে বিচারপতিদের রাজ্যপাল হিসেবে মনোনীত হওয়ার ঘটনা নতুন নয়। ২০১৪তে ভারতের প্রাক্তন বিচারপতি পি সদাশিবম কেরালার রাজ্যপাল হিসেবে যোগ দেন। ১৯৯৭তে বিচারপতি ফতিমা বিবি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

Comments :0

Login to leave a comment