সোমবার সকালে কোন আগাম খবর না দিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর রাজ্যপালের আসার কোন খবর তাদের কাছে ছিল না। এমনকি স্থানীয় থানার কাছেও কোন খবর ছিল না।
এদিন বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য আশিষ চট্টোপাধ্যায় এবং রেজিস্টারের সাথে কিছুক্ষন বৈঠকও করেন। তবে সেই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয় কিছু জানা যায়নি। আগামী জুলাই থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে কেন্দ্রের নয়া শিক্ষা নীতিকে মান্যতা দিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পরিবর্তন আসতে চলেছে। নতুন পাঠ্যক্রম নিয়ে এদিন বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত কলেজ গুলির অধ্যক্ষদের সাথে বৈঠক রয়েছে উপাচার্যের। সেই বিষয় নিয়ে আচার্য এবং উপাচার্যের মধ্যে কোন বৈঠক হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
উল্লেখ্য রাজভবনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় গুলিকে চিঠি দিয়ে জানানো হয়েছিল প্রতি সপ্তাহে রাজভবনে রিপোর্ট পাঠানোর জন্য। সেই নির্দেশিকার পর হঠাৎ রাজ্যপালের এই বিশ্ববিদ্যালয় সফর নিয়ে প্রশ্ন উঠছে।
Comments :0