Heatwave India

আরও চারদিন চলবে তাপপ্রবাহ

জাতীয়

আরও চারদিন বজায় থাকবে তাপপ্রবাহ বুধবার জানাল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সুতরাং জারি থাকল কমলা সতর্কতা পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য পুড়ছে তীব্র দাবদাহে। কোথাও কোথাও স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশী রয়েছে তাপমাত্রা। এদিকে গরমে সমতলে নাজেহাল অবস্থা হলেও কিছুটা স্বস্তি থাকবে পাহাড়ে। সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাষ রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশেও। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওই সব রাজ্যেও। কোথাও কোথাও ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে।


মঙ্গলবার দেশের বেশিরভাগ শহরে পারদ ছুয়েছিল ৪০ ডিগ্রি। সর্বাধিক তাপমাত্রা ছিল রাজস্থানের বুন্দিতে। সেখানে তাপমাত্রা পৌছে যায় ৪৫.২ ডিগ্রিতে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। তবে সপ্তাহয়ান্তে আশারবানি শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে জানিয়েছে। এদিকে দার্জিলিঙ সহ পাহারের কয়েকটি জেলায় বৃষ্টি হলে কিছুটা তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলা গুলোতে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর

Comments :0

Login to leave a comment