RAINFALL

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

রাজ্য জেলা

darjeeling monsoon rainfall bengali news north bengal kalimpong

২১ থেকে ২৬ আগস্ট উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার আবহাওয়া দপ্তরের তরফে এমনটাই জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্ষার মেঘ এই সময়ে হিমালয়ের পদদেশে অবস্থান করবে। তাই এই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া জলীয় বাষ্পও এই বৃষ্টিপাতকে সক্রিয় ভাবে সাহায্য করবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মূলত ৫টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার।

Comments :0

Login to leave a comment