howrah amata local derailed

ফের লাইনচ্যুত হাওড়া আমতা লোকাল

রাজ্য

howrah amata local derailed

ফের একবার লাইনচ্যুত হল হাওড়া আমতা লোকাল। রবিবার এই ঘটনাটি ঘটেছে সকাল পৌনে দশটা নাগাদ। ট্রেনটি আমতা থেকে হাওড়া স্টেশনের ১৯ নং প্লাটফর্মে ঢোকার আগে লাইনচ্যুত হয়ে যায় আমতা হাওড়া লোটালের একটি বগি। ছুটির দিনে যাত্রী সংখ্যা কম। অল্প যাত্রী থাকলেও কারুর আঘাত লাগেনি। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল যাত্রীরা। দুর্ঘটনার পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হন রেলের আধিকারিকরা। রেলের ইঞ্জিনিয়ররাও ঘটনাস্থলে এসে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরায় ট্রেনটিকে লাইনে ফিরিয়ে আনা হয়। বারেবারে হাওড়া আমতা লোকাল লাইনচ্যুত কেন হচ্ছে তা জানতে তদন্ত শুরু করে পূর্ব রেল। 

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি একবার লাইনচ্যুত হয়েছিল হাওড়া আমতা লোকাল। সেদিন মাজু স্টেশন থেকে বেশ কিছুটা দূরে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়। ওই দিনের ঘটনায় কমপক্ষে পনেরো যাত্রী জখম হন।

Comments :0

Login to leave a comment