দুর্ঘটনার মুখে পুরীগামী হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। হাওড়া ছেড়ে পুরী রওনা হওয়ার পরই মেদিনীপুরের নারায়নগড় ব্লকের বেলদা ও নেকুড়শেনি দুই স্টেশনের মাঝখানে চলন্ত সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে পড়ে। ঘটনায় একাধিক বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েকটি বগি নিয়ে বেশ কয়েক কিলোমিটার পথ এগিয়ে যায় ইঞ্জিনটি। রাত তখন ১টা ৫মিনিট। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও আতঙ্কের মধ্যে পাঁচ ঘন্টা ট্রেন লাইনের ধারে রাত কাটাতে হয় রেলযাত্রীদের। ঘটনার ১৫-২০ মিনিট পর গার্ডের নজরে আসে সেই ঘটনা। সেইসময় ঘুমিয়ে ছিলেন যাত্রীরা। বেশীর ভাগ বগি বিছিন্ন হয়ে পড়ে ইঞ্জিন থেকে। টের পেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতিশীল বিচ্ছিন্ন বগি গুলি বেশ কিছুটা এগিয়ে গিয়ে দাড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়েন। রেল লাইনের ধারে আশ্রয় নেন।
সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনেরগুলির রক্ষনা বেক্ষনের অভাবে বারে বারে এমন ঘটনা ঘটছে বলে সাধারণ যাত্রীরা ক্ষোভ উগরে দেন। মাস ছয়েক আগে এমনই ঘটনা ঘটেছিলো এই দক্ষিন পূর্ব রেল ওয়ে শাখায়। আবারো সেই ঘটনা ঘটলো খড়্গপুর ডি আর এম ও ডিভিশানে রবিবার মাঝরাতে। দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের আধিকারিকারীকরা ঘটনাস্থলে ছুটে আসেন। বিচ্ছিন্ন হওয়া বগিকে মেরামত করা যায়নি দীর্ঘক্ষন। নতুন দুটি বগি এনে জোড়া লাগানো হয় ট্রেনটিকে। প্রায় পাঁচ ঘন্টা পর সোয়া ৬ টা নাগাদ পুরীর উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিভাবে ঘটল এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে।
{ad]
Comments :0