জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের চূড়াভান্ডার বাসস্ট্যান্ড থেকে জটিলেশ্বর মন্দির, এমনকি গ্রাম পঞ্চায়েত কার্যালয় যাওয়ার প্রায় ৪ কিমি রাস্তা প্রায় নেই বললেই চলে। এমনকি জটিলেশ্বর থেকে জল্পেশ মন্দির পর্যন্ত একই দশা রাস্তার। বারবার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এমনকি বিজেপি বিধায়ক জানিয়েও কোনো লাভ হয়নি। আজও পড়েনি এক ঝুড়ি বজরী, বালি বা পাথর কিছুই। খানাখন্দ ও বড় বড় গর্তে ভরা রাস্তায় যাতায়াত নিয়ে সমস্যা দীর্ঘকালের। এলাকায় জল্পেশ ও জটিলেশ্বর মন্দির থাকার কারণে বহু দর্শনার্থীর সমাগম হয়। বিভিন্ন সময় শ্রাবণী মেলার সময় পার্শ্ববর্তী রাজ্য এমনকি আশপাশের দেশ থেকেও বহু মানুষ আসেন দুই মন্দিরে। এই দুই ঐতিহ্যবাহী মন্দিরকে ঘিরে এলাকায় পর্যটন বিকাশের যথেষ্ট সম্ভাবনা থাকলেও রাস্তার বেহাল দশার কারণে পরিবহন ব্যবসায়ীরা গাড়ি নিয়ে ওই রাস্তায় যেতে চান না।
রাস্তার বেহাল দশা নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি সংস্কারের কাজ। বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের প্রতিনিধিরা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও হয়নি কাজ। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তা সিসি হওয়ার তৃণমূল সরকারের শাসনকালে। এই রাস্তায় চলাচলকারী ছাত্র-ছাত্রী সহ কৃষক এমনকি এলাকার বাসিন্দারাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত। বর্ষার সময় এই রাস্তার পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে মানুষসহ যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
Comments :0