Kalyani JMM hospital

মুমূর্ষ রোগিনীকে নিজের রক্ত দিয়ে বাঁচালেন চিকিৎসক ও পড়ুয়া

জেলা

Kalyani JMM hospital


তীব্র দাবদহে রক্ত সঙ্কটের মধ্যে মুমূর্ষ রোগিনীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন চিকিৎসক ও একজন চিকিৎসক পড়ুয়া। ঘটনাটি কল্যাণীর কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের। জানা গিয়েছে গত বুধবার উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা বছর ২০-এর ওই তরুণী একটপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে কর্নে গর্ভধারণের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। এরপর চিকিৎসকেরা তাঁর ইউএসজি পরীক্ষা করে জানতে পারেন এমত অবস্থায় তার পেটে প্রায় তিন লিটার রক্ত ছড়িয়ে পড়েছে। ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে রোগী। এমত অবস্থায় সময় নষ্ট না করে তৎক্ষণাৎ অস্ত্রোপচারে সিদ্ধান্ত নেয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মৈনাক নাথ। পেটের মধ্যে ছড়িয়ে পড়া রক্ত বের করে দেন তিনি। 

 


কিন্তু রোগীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে শরীরে রক্তের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু রোগীর শরীরে প্রয়োজনীয় "ও পজেটিভ" রক্ত হাসপাতালের ব্লাড ব্যাংকে না থাকায় চিকিৎসক নিজেই শরীর থেকে এক ইউনিট রক্ত দেন। পাশাপাশি বিষয়টি নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন। সেই লেখা দেখে তৎক্ষণাৎ হোস্টেল থেকে চলে আসেন অমৃতা চট্টোপাধ্যায় নামে একজন পড়ুয়া চিকিৎসক। তিনিও তার শরীর থেকে এক ইউনিট রক্ত দেন। তাদের দেওয়া রক্তে ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে বর্তমানে ওই তরুণী মেডিক্যাল কলেজের এইচডিইউ-তে ভর্তি রয়েছেন। চিকিৎসক নিজে রক্ত দিয়ে ঝুঁকি নিয়ে এইভাবে রোগীর প্রাণ বাঁচানোয় খুশি রোগীর পরিবার।

 


 

Comments :0

Login to leave a comment