টানা কয়েক দিনের বৃষ্টির জেরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ধস নামার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। রবিবার ছুটির এই মরসুমে বেশ কিছু পর্যটক এখন অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসেছেন। ধ্বসের পরে যাতায়াত বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। প্রশাসন থেকে রাস্তা পরিষ্কার করার পর যাতায়াত স্বাভাবিক হলেও প্রশাসন থেকে মাইকিং করে সকলকে সতর্ক করা হয়েছে যাতে সাবধানতা অবলম্বন করে পর্যটকরা এবং স্থানীয় মানুষজন অযোধ্যা পাহাড়ে ঘোরাফেরা করেন।
এদিন সকালে এই ধসের কারণে রাস্তার উপর পাথর ও মাটি জমা হয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। এই ঘটনায় আতঙ্কে পাহাড়বাসী এবং পর্যটকরা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি নামার পথে টুরগা জল প্রপাতের সামনে পাহাড় ধসে যাওয়ায় রাস্তার একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার বিকাল থেকে অবিরাম বৃষ্টির কারণেই পাহাড়ের একাংশে ধ্বস নেমেছে বলে প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে। রাস্তার মধ্য বড় আকারের পাথর ও মাটি জমে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। হতাহতের অবশ্য কোন খবর নেই। কিন্তু আচমকা এই ধস নামার কারণে এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন থেকে সকলকে সতর্ক করা হয়েছে। চালানো হচ্ছে নজরদারি।
Ajodhya Hills
অযোধ্যা পাহাড়ে ধস
×
Comments :0