Co Operative Election

তেহট্টের সমবায় নির্বাচনে জয়ী বামপন্থীরা

জেলা

Co Operative Election

তেহট্টের মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূল-বিজেপি জোটকে হারিয়ে বিপুলভাবে জয়ী হলেন বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা। রবিবার এই সমবায় সমিতির নির্বাচনে ৬২টি আসনের মধ্যে ৫০টিতেই জয়ী হয়েছেন বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা। সিপিআই(এম) তেহট্ট উওর এরিয়া কমিটির সম্পাদক ও নদীয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মানস মন্ডল অভিনন্দন জানিয়েছেন। মানুষ সমবায়কে রক্ষা করার প্রশ্নে সমবায় তেহট্টে জয়ের ধারাকে অব্যাহত রেখেছে।


মৃগী কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট ভোটার ১৬০৮জন। আসন সংখ্যা ৬২। বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা ৬২টি আসনেই প্রার্থী দেয়। অন্যদিকে, বিজেপি প্রার্থী দেয় ৪৪টি আসনে। বাকি আসনগুলিতে তাদের সঙ্গে রাজ্যের শাসকদলের বোঝাপড়া হয়। তৃণমূল সরাসরি কোনও প্রার্থী দিতে পারেনি। কিন্তু বিজেপি প্রার্থীদের সমর্থনেই স্থানীয় তৃণমূলীরা ভূমিকা গ্রহণ করে।  
নির্বাচনী ফলাফলে বিভাজনের রাজনীতিকে দুরে সরিয়ে রেখে এবং দুর্নীতিমুক্ত সমবায় গড়তে বামপন্থী প্রগতিশীল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেন মৃগী সমবায় সমিতির সদস্যরা। ৬২টি আসনের  মধ্যে ৫০টি আসনে  বাম প্রগতিশীল প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। বিজেপি এবং স্থানীয় পর্যায়ে রাজ্যের শাসকদলের বোঝাপড়ার ভিত্তিতে আসন পেয়েছে ১২টি। ভোটের নিরিখে বামপন্থী প্রার্থীরা যেখানে প্রায় ২০০করে ভোট পেয়েছেন, সেখানে বিরোধী শক্তি হিসাবে তারা ভোট পেয়েছে মাত্র ৯-২০ এর  মধ্যে। একমাত্র একটি ওয়ার্ডে ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

Comments :0

Login to leave a comment