Messi Mumbai

যুবভারতী মাথায় রেখে মেসিকে ঘিরে কড়া নিরাপত্তা মুম্বাইয়ে

খেলা

কলকাতার পরিস্থিতির জেরে লিওনেল মেসিকে ঘিরে বাড়তি নিরাপত্তা নিল মুম্বাই। রবিবার দুপুরে মুম্বাই পৌঁছেছেন মেসি। 
শনিবার কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে আয়োজকদের অব্যবস্থায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় দর্শকদের। একাংশ নেমে পড়েন মাঠের ভেতর। ৪ থেকে ৭ হাজার টাকার টিকিট কেটেও দেখতে পাননি মেসিকে। দর্শকরা বলেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস নিজেকে দেখাতে বেশি ব্যস্ত ছিলেন। কিন্তু মেসিকে দেখা যায়নি। 
রবিবার মুম্বাইয়ে নামতেই মেসিকে সোজা নিয়ে যাওয়া তাজ কোলাবায়। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তাঁর পৌঁছানোর কথা ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। বিকেল পাঁচটায় তাঁর পৌঁছানোর কথা ওয়াঙখেড়ে স্টেডিয়ামে। 
মুম্বাইয়ে মেসি এবং ইন্টার মিয়ামির সতীর্থ লুই সুয়ারেজ ও রড্রিগো ডি পলকে ঘিরে একাধিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ব্র্যাবোর্ন ও ওয়াঙখেড়ে স্টেডিয়ামে ২ হাজারের বেশি পুলিশের বন্দোবস্ত করা হয়েছে। 
কলকাতায় মেসিকে ঘিরে অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ রয়েছে। তার পিছনে রাজ্যের তৃণমূল সরকারের মদত নিয়েও ঘুরছে গুচ্ছ অভিযোগ। টিকিটের কালোবাজারির অভিযোগ তুলেছেন দর্শকদের অনেকে। এর আগে ২০০৮-এ কলকাতায় এসেছিলেন আরেক কিংবদন্তী আর্জেন্টেনীয় দিয়াগো মারাদোনা। বিপুল উদ্দেপনা থাকলেও অব্যবস্থা হয়নি। তারও আগে এসেছিলেন পেলে নিজে। গত শনিবারের বিশৃঙ্খলা বস্তুত কলকাতার কালো দিন হিসেবে চিহ্নিত হচ্ছে।

Comments :0

Login to leave a comment