বাংলাদেশের নির্বাচন কমিশন বৃহস্পতিবার সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের পর এটি দেশে প্রথম নির্বাচন। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে বাংলাদেশে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারের বাংলাদেশের নির্বাচন বেশ ভিন্ন হতে চলেছে বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের। গণঅভ্যুত্থানের পর, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণরূপে বদলে গেছে। এনসিপি, জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের যেসব নেতার বিরুদ্ধে কোনও গুরুতর অভিযোগ নেই, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে, তারা দলীয় প্রতীকে নয় বরং নির্দল প্রার্থী হিসেবে অথবা অন্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১৫১টি আসন প্রয়োজন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তা বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বলা হয়েছে একজন ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন। সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো। গণভোটেরটি রঙিন হবে সঙ্গে প্রশ্ন থাকবে। ভোট দেওয়ার পর দুটি ব্যালট আলাদা দুটো বাক্সে ফেলতে হবে। ভোট গ্রহণ শেষ হলে ওইদিন শুরু হবে গণনা। এবারে বাংলাদেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লক্ষের বেশি।
Bangladesh Election
বাংলাদেশের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
×
Comments :0