indian premier league

আইপিএলে পন্থদের সামনে নিজামসরা

খেলা

সোমবার আইপিএলে লখনৌ সুপার জায়ান্ট খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। একানা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার পর ফের শুরু হয়ে গেছে আইপিএল। ১১ম্যাচে ১০পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে লখনৌ। নিলামে ২৭কোটি সর্বাধিক অর্থমূল্যে ঋষভ পন্থকে কেনার পর সঞ্জীব গোয়েঙ্কার বিশ্বাসের মর্যাদা দিতে ব্যর্থ ঋষভ। মোট ৬টি ম্যাচে হেরেছে লখনৌ। প্রশ্ন উঠেছে ঋষভের অধিনায়কত্ব নিয়েও। অন্যদিকে গতবারের রানার্স দল সানরাইজার্স হায়দরাবাদের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক  প্যাট কামিংসের নেতৃত্বে ভালো ফল করতে পারছেনা হায়দরাবাদ। তাদের দলে ট্রাভিস হেড , হেনরিক ক্লাসেনদের মতো তারকারা থাকলেও তাদের নিয়ে ফল দিতে ব্যর্থ তিনি। সমসংখ্যক ম্যাচে ৭পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে হায়দরাবাদ। এই ম্যাচ তাই সন্মান পুনরুদ্ধারের ম্যাচ দুই পক্ষের কাছেই।
 

Comments :0

Login to leave a comment