গাজা-নিষিদ্ধ মাদক চক্রের হামলায় নিহত যুবকর্মী পেনচালাইয়ার স্মৃতিতে শ্রদ্ধা জানালো সিপিআই(এম)। তাঁর পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তাও।
সিপিআই(এম) অন্ধ্র প্রদেশ রাজ্য সম্পাদক ভি শ্রীনিবাস রাও বলেছেন, নিষিদ্ধ মাদক এবং গাজা চোরাচালান চক্রের বিরুদ্ধে লড়াই চলবেো। হত্যাকারীদের শাস্তির জন্যও চালানো হবে লড়াই।
পেনচালাইয়া গাজা এবং ড্রাগ চক্রের বিরুদ্ধে লড়াই চালাতেন। যুব ফেডারেশনের নেতৃত্ব দিতে এলাকায়। আবার সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও ছিলেন প্রধান সংগঠক। সেই পেনচালাইয়াকে হত্যা করেছে ড্রাগ মাফিয়ারা।
গত ২৮ নভেম্বর সন্তানকে নিয়ে স্কুটারে ফেরার পথে হত্যাকারীরা প্রথমে গাড়ি করে তাঁকে ধাক্কা দেয়। তারপর তাড়া করে ছুরির আঘাতে হত্যা করে।
নেল্লোর শহরের আরডিটি কলোনি এলাকায় যুব সংগঠক এবং সাংস্কৃতিক কর্মীর দায়িত্ব পালন করতেন পেনচালাইয়া। ডিওয়াইএফআই এরিয়া সম্পাদক ছিলেন। প্রজা নাট্যমন্ডলীর স্থানীয় শাখারও সম্পাদক ছিলেন। ছোট পথ নাটকের মাধ্যমে নিষিদ্ধ মাদকের বিপদ সম্পর্কে সচেতন করতেন।
নেল্লোরের এই মাদক চক্রের মাথায় এক মহিলা দুষ্কৃতী। সঙ্গে রয়েছে তার আত্মীয়রা। এরা একসময়েই জঞ্জাল কুড়িয়ে দিন চালাতো। মাফিয়া নেটওয়ার্ক সেখান থেকেই এদের মাধ্যমে গাজা চোরাচালান শুরু করে। এই বাহিনীর ত্রাস হয়ে উঠেছিলেন পেনচালাইয়া।
হত্যার তীব্র প্রতিবাদ হওয়ায় মাদক চক্রের মাথাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন নেল্লোরে পেনচালাইকে স্মরণ করে প্রতিবাদ সভায় লড়াই জারির রাখার আহ্বান জানান শ্রীনিবাস রাও। পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৭.২০ লক্ষ টাকা।
Youth leader killed in anti-drug fight
মাদকবিরোধী লড়াইয়ে নিহত যুবনেতাকে স্মরণ নেল্লোরে
ড্রাগ মাফিয়া চক্রের হাতে নিহত পেনচালাইয়ার স্মরণ সভায় সিপিআই(এম) নেতৃবৃন্দ।
×
Comments :0