সুদানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য প্রাণ হারিয়েছেন। ঘটনায় ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সুদানের দক্ষিণ কোরডোফান রাজ্যের কাদুগলিতে। যেখানে রাষ্ট্রসংঘের অস্থায়ী নিরাপত্তা বাহিনী একটি লজিস্টিক ক্যাম্পে ড্রোন হামলা চালানো হয় বলে অভিযোগ।
সুদানে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় নিহত আহতদের পরিচয় রবিবার প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়, হামলায় ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। আইএসপিআর জানায়, নিহত শান্তিরক্ষীরা হলেন, কর্পোরাল মোঃ মাসুদ রানা, এএসসি নাটোরের বাসিন্দা। সৈনিক মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রামের বাসিন্দা। সৈনিক শামীম রেজা, বাড়ি রাজবাড়ি। সৈনিক শান্ত মন্ডল, কুড়িগ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জের বাসিন্দা মেসের কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লন্ড্রি কর্মী মোঃ সবুজ মিয়া গাইবান্ধার বাসিন্দা।
আহতদের নাম: লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স কুষ্টিয়ার বাসিন্দা। সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, বাড়ি দিনাজপুরে, ঢাকার বাসিন্দা করপোরাল আফরোজা পারভিন ইতি। ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই বরগুনার বাসিন্দা। সৈনিক মোঃ মেজবাউল কবির, কুড়িগ্রামের বাসিন্দা, সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার রংপুরের বাসিন্দা। সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স মানিকগঞ্জে তাঁর বাড়ি। নোয়াখালীর বাসিন্দা সৈনিক মোঃ মানাজির আহসান।
আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর। তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত ০৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তাঁরা সকলেই আশঙ্কামুক্ত রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে স্থানীয় সময় শনিবার বেলা ৩টে ৪০ মিনিট থেকে ৩টে ৫০ মিনিট পর্যন্ত সশস্ত্র সন্ত্রাসবাদীগোষ্ঠী ড্রোন হামলা চালায়। ওই হামলায় কর্তব্যরত ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। এই নৃশংস সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেন, ‘‘শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ৬ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। আরও ৮ জন আহত হয়েছেন। তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রসংঘের কাছে আহত সেনাদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা প্রাপ্তির দাবি করেছেন।
killed in Sudan
সুদানে হামলায় হতাহতদের নাম-পরিচয় জানাল আইএসপিআর
×
Comments :0