দেশে ৫ হাজারের বেশি স্কুলে কোনও ছাত্রছাত্রই নেই। ২০২৪-২৫শিক্ষাবর্ষে একেবারে কেউ ভর্তি হয়নি এমন স্কুলের ৭০ শতাংশ পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায়।
দেশে ১০.১৩ লক্ষ সরকারি স্কুলের মধ্যে ছাত্রশূন্য স্কুলের সংখ্যা ৫ হাজার ১৪৯। শূন্য থেকে দশের মধ্যে ছাত্রসংখ্যা রয়েছে এমন স্কুলও দেশে বেড়েছে লাফিয়ে।
এর আগেও বিভিন্ন সমীক্ষায় এই ছবি ধরা পড়েছিল। সংসদে সম্প্রতি পেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্যে উঠে এসেছে এমন ভয়াবহ ছবি।
‘আত্মনির্ভর ভারত’ বা ‘এগিয়ে বাংলা’-র মতো গালভরা বুলি দিলেও দেশের সরকারি স্কুলে পড়তেই আসছে না দেশের ভবিষ্যৎ প্রজন্ম। বড় অংশ মনে করছে যে আসলে তারা পড়তে পারছে না। পরিবারের আর্থিক সঙ্কট, কাজের অনিশ্চয়তা এবং কম মজুরির কারণে ছোটদেরও কাজে পাঠানোর প্রবণতা যার বড় কারণ।
পশ্চিমবঙ্গে ২৩ জেলার মধ্যে ২২টিতেই এমন অন্তত ১০টি স্কুল রয়েছে যেখানে কোনও ছাত্র ভর্তিই হয়নি। তেলেঙ্গানার ৩৩ জেলার প্রতিটিতেই অন্তত ১০টি ‘ছাত্র শূন্য’ স্কুল রয়েছে।
গত ২ বছরে ০-১০ ছাত্রসংখ্যার স্কুল ২৪ শতাংশ বেড়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ৫২ হাজার ৫০৩। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তা বেড়ে হয়েছে ৬৫ হাজার ৫৪।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী ০-১০ ছাত্রসংখ্যার স্কুল এখন দেশে মোট সরকারি স্কুলের ৬.৪২ শতাংশ। মোটামুটি হিসেবে, প্রতি ১৯টি স্কুলের মধ্যে অন্তত একটি স্কুল পাওয়া যাবে যেখানে ছাত্র সংখ্যা দশের কম। কোনও কোনটিতে একেবারে শূন্য।
সাংসদ কার্তি চিদাম্বরম এবং অমরিন্দর সিং রাজার প্রশ্নে লিখিত জবাবে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রক।
zero enrollment schools
দেশে ৫ হাজার স্কুলে নেই ছাত্র, পশ্চিমবঙ্গ-তেলেঙ্গানাতেই ৭০%
×
Comments :0