মথুরায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে পরপর গাড়ির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। অন্তত ৭০ জন আহতও হয়েছে।
ঘন কুয়াশার জেরে এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ি একটি অন্যটিকে ধাক্কা দেয়। এর আগে হরিয়ানার বিভিন্ন হাইওয়েতে এমনই দুর্ঘটনা দেখা গিয়েছে। কিন্তু মথুরায় সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। নিহত ১৩ জন প্রত্যকেই অগ্নিদগ্ধ বলে জানিয়েছে প্রশাসন।
মথুরায় এক্সপ্রেসওয়ের মাইলস্টোন ১৩৬ বলে পরিচিত এলাকায় এই দুর্ঘটনা হয় মঙ্গলবার কাকভোরে। কিন্তু দুপুরেও নিহতদের মধ্যে মাত্র দু’জকে শনাক্ত করা গিয়েছে।
মথুরা জেলা মুখ্য মেডিক্যাল আধিকারিক রাধা বল্লভ জানিয়েছেন ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণের কাজ চলছে।
মথুরার জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং জানিয়েছেন যে অন্ততত আটটি বাস পুরোপুরি জ্বলে গিয়েছে। তার মধ্যে একটি রাজ্য পরিবহণের বাসও রয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে আগ্রা মেডিক্যাল কলেজে।
Mathura Accident
মথুরায় পরপর গাড়ির ধাক্কায় জ্বলল ৮ বাস, মৃত বেড়ে ১৩, আহত ৭০
×
Comments :0