Madhyamik syllabus

সিলেবাস না বদলালে আরও কমবে পরীক্ষার্থীর সংখ্যা মত বিচারপতি বিশ্বজিৎ বসুর

রাজ্য

মাধ্যমিকের সিলেবাস না বদলালে ভবিষ্যতের পরীক্ষার্থীর সংখ্যা আরও কমতে পারে। এমনটাই মনে করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। চলতি বছর এক ধাক্কায় চার লক্ষ পরীক্ষার্থী কমেছে মাধ্যমিকে। পরীক্ষার্থী কমার বিষয় কয়েকদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালিন তিনি মন্তব্য করেন, শিক্ষক নিয়োগ করা হলে সেই শিক্ষক কাদের পড়াবেন সেই বিষয় আগে ভাবা উচিত।

এবার মাধ্যমিকের সিলেবাস নিয়ে ভাবার পরামর্শ দিলেন বিচারপতি বসু। এদনি তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে সিলেবাস ঠিক করার প্রসঙ্গে বলেন।

বিগত কয়েক বছর মাধ্যমিক বোর্ড ছেড়ে আইসিএসই বা সিবিএসই বোর্ডে ভর্তি হওয়ার একটা প্রবনতা দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে অভিভাবকদের যুক্তি মাধ্যমিক বোর্ডের থেকে এই দুই বোর্ডরে সিলেবাস সময়ের সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে। স্টুডেন্ট ধরে রাখতে শহরের অনেক স্কুল মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন ছেড়ে দিয়ে আইসিএসই বা সিবিএসই বোর্ডের অনুমোদন নিচ্ছে।   

Comments :0

Login to leave a comment