শীতকালিন অধিবেশনের শুরুতেই বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিরোধীদের তাদের কর্তব্য সঠিকা ভাবে পালন করতে হবে। বিহারের বিপর্যয় কাটিয়ে তাদের মানুষের কথা সংসদে তুলে ধরতে হবে। যদিও অনেক রাজনৈতিক দল এখন হতাশায় ভুগছে।
এদিন প্রধানমন্ত্রীর কথায় শোনা গিয়েছে চরম ঔদ্ধত্য। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নাটক করার অনেক জায়গা আছে। সেখানে গিয়ে তারা নাটক করুক। সংসদে এই সব করা চলবে না।’ উল্লেখ্য গত কয়েক বছরে বার বার দেখা গিয়েছে বিরোধীরা যখন কোন বিষয় নিয়ে আলোচনার দাবি জানিয়েছে তা এড়িয়ে গিয়েছে সরকার। অপারেশন সিঁদুর, মণিপুরের জাতি হিংসা নিয়ে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে তখন সরকারের পক্ষ থেকে তারা মুখ খোলেনি।
তবে প্রধানমন্ত্রীর এই কথার পাল্টা উত্তর দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া, এসআইআর, দিল্লি দূষণ এবার আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ আলোচনার জায়গা। কোন বিষয় নিয়ে আলোচনার দাবি জানানো নাটক নয়। মানুষের স্বার্থের সাথে জড়িত এমন বিষয় নিয়ে আলোচনা করা কোন নাটক নয়।’
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালিন অধিবেশন। গতকাল সর্বদলীয় বৈঠকে বিরোধীদের পক্ষ থেকে দিল্লি বিস্ফোরণ, এসআইআর সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে।
Winter Session 2025
মোদীর কথায় ঔদ্ধত্য, পাল্টা প্রিয়াঙ্কার
×
Comments :0