বৃহস্পতিবার সকালে পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে কর্মরত এক এনভিএফ কর্মী কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। এই ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের উপকন্ঠে বেলগুমা পুলিশ লাইনের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত এনভিএফ কর্মীর নাম সুশীল কিস্কু(৪৫)। বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত কুইলাপাল এলাকায়।
এদিন সকালের দিকে বেলগুমা পুলিশ লাইনের মধ্যে হঠাৎই গুলির শব্দ শুনতে পায় সেখানে কর্মরত পুলিশ কর্মী ও এনভিএফ কর্মীরা। ঘটনাস্থলে তারা গিয়ে দেখেন কপালে গুলি লেগেছে ওই এনভিএফ কর্মীর। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে ওই এনভিএফ কর্মীকে সেখান থেকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
Purulia Incident
নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি ছুঁড়ে আত্মঘাতী পুলিশকর্মী
×
Comments :0