নিজের গলায় রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর! সোমবার সকালেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানায়। জানা গেছে পুলিশ ব্যারাকের মধ্যেই নিজের গলায় রাইফেল ঠেকিয়ে তাপ্পি থোকদার নামে এই পুলিশ কর্মী আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালেই রায়গঞ্জ থানার ব্যারাকে বিকট গুলির আওয়াজ। হৈ চৈ বেধে যায়। তড়িঘড়ি ছুটে আসেন ব্যারাকের অন্য পুলিশকর্মীরা। ব্যারাকের ভেতর পুলিশ কর্মীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। রক্তাক্ত জখম আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ কর্মী রবিবার রাতে পেট্রোলিং ডিউটিতেই ছিলেন।
গোয়েন্দা পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান আহত পুলিশকর্মী পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। এদিন খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশবাহিনী সেখানে পৌঁছায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Comments :0