Omar Abdullah

কাশ্মীরের সব মুসলিম সন্ত্রাসবাদী নয় : ওমর আবদুল্লা

জাতীয়

দিল্লি বিস্ফোরণ ঘটনায় এখনও পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তারা অধিকাংশ কাশ্মীরের বাসিন্দা। যার ফলে ফের নতুন করে কাশ্মীরকে নিয়ে শুরু হয়েছে বিভাজনের রাজনীতি। এই পরিস্থিতিতে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, ‘সব কাশ্মীরী মুসলিম সন্ত্রাসবাদী নয়। কোন ধর্ম কখনও নিরিহ মানুষকে হত্যা করাকে সমর্থন করে না। মুষ্টিমেয় কয়েকজন লোক শান্তি এবং আমাদের ভ্রাতৃত্ববোধকে শেষ করতে চাইছে।’ তিনি বলেন, প্রতিটা কাশ্মীরীকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করা হচ্ছে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই ভাবে বিদ্বেষ ছড়াতে থাকলে মানুষকে সঠিক পথে রাখা কঠিন হয়ে ওঠে। 
দিল্লি বিস্ফোরণ ঘটনায় যাদের নাম জড়িয়েছে তাদের মধ্যে তিনজন কাশ্মীরের বাসিন্দা পেশায় তারা চিকিৎসক। তাদের সাথে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদের যোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে তদন্তকারিদের পক্ষ থেকে। 
ওমরের কথায় যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হোক, কিন্তু কাশ্মীরের সাধারণ মানুষকে নিয়ে যেই ধারনা ছড়ানো হচ্ছে তা বন্ধ করা হোক। তবে নিরাপত্তার গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

Comments :0

Login to leave a comment