ATM Fraud

এটিএম জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার এক

রাজ্য

ATM Fraud


অভিনব কায়দায় এটিএম জালিয়াতি, হাতেনাতে দুস্কৃতীকে ধরলো বালি থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয় তিলজলার বাসিন্দা মহঃ সোহেলকে। পুলিশ সূত্রে জানা গেছে গত ২৫ আগস্ট বালি থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার থানায় লিখিত অভিযোগ করে জানান তাদের ব্যাঙ্কের একটি এটিএম থেকে গ্রাহকরা টাকা তোলার সময়ে টাকা হাতে পাচ্ছেন না। অনেকের অভিযোগ পাবার পর পুলিশের শরনাপন্ন হয় ব্যাঙ্ক কতৃপক্ষ। অভিযোগ পেয়ে এটিএম কাউন্টারের সিসি টিভি দেখা এক ব্যক্তিকে সনাক্ত করে পুলিশ। সিসি টিভি ক্যামেরায় দেখা যায় গ্রাহক টাকা না পেয়ে এটিএম থেকে বেরিয়ে যেতেই ওই ব্যক্তি এসে এটিএম মেশিন থেকে টাকা বের করছেন। 

সন্দেহ হওয়ায় এদিন সকালে মহঃ সোহেলকে হাতেনাতে ধরে বালি থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন গ্রাহকের টাকা এটিএম থেকে বের করে নিতেন মহঃ সোহেল। যেখান থেকে টাকা বের হয় সেখানে একটি স্কেলের মতো দেখতে ছোট ডিভাইস লাগিয়ে রেখে বাইরে অপেক্ষা করতো সোহেল। কোন গ্রাহক টাকা তোলার জন্য এটিএম এ এসে টাকা তোলার সমস্ত প্রক্রিয়ার শেষে টাকা না পেয়ে বেরিয়ে গেলে এটিএম কাউন্টারে ঢুকে ছোট ডিভাইসটি খুলে টাকা বের করে নিয়ে এটিএম থেকে বেরিয়ে যেতো। এইভাবে দীর্ঘদিন চলার পর সিসি টিভি দেখে মহঃ সোহেলকে সনাক্ত করে পুলিশ। এদিন একইভাবে এটিএম মেশিনের ডিভাইস লাগানোর সময় হাতেনাতে তাকে ধরে বালি থানার পুলিশ। এটিএম জালিয়াতি চক্রের সাথে সোহেল যুক্ত বলে মনে করছেন বালি থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment