রাজ্য সরকার নিষিদ্ধ করার পরেও বেলুড়ে একটি সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো নিয়ে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঘটে দর্শকদের।
কয়েক দিন ধরেই বেলুড়ের একটি মাল্টিপ্লেক্সে দেখানো হচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। সোমবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী ছবিটি এই রাজ্যে প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেন। এই মাল্টিপ্লেক্সে আগাম টিকিট কেটে রাখা বহু দর্শক ওইদিন সকালে সিনেমা দেখতে গিয়েছিলেন।
প্রথমে দর্শকদের সিনেমা হলে ঢুকতে বাধা দেয় বেলুড় থানার পুলিশ। দর্শকদের সঙ্গে তখন বচসা বেঁধে যায় পুলিশের। বচসা থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপরই পুলিশ অতি সক্রিয় হয়ে জামার কলার ধরে দর্শকদের মাল্টিপ্লেক্স থেকে বের করে দেয়।
দর্শকরা টিকিটের অর্থ ফেরত চাইতে গেলে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ প্রথমে তা দিতে অস্বীকার করে। পরে বাধ্য হয়ে টিকিটের অর্থ দর্শকদের ফিরিয়ে দেয়। কর্তৃপক্ষ জানায়, সরকারিভাবে ‘দ্য কেরালা স্টোরি’র প্রর্দশন বন্ধ করার কোনও নির্দেশ তাদের কাছে আসেনি।
Comments :0