ভোটের ডিউটি করতে এসে প্রাণ হারালেন নবীন মোক্তান(৪৩) নামে এক পুলিশ কর্মী৷ দার্জিলিঙ জেলার
লামা রোড এলাকায় তাঁর বাড়ি৷ ভোটের ডিউটি করতে এসেছিলেন মালদহের বৈষ্ণবনগরে। রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেদরাবাদ হাসপাতালে। অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
কিন্তু মালদা মেডিক্যালে নিয়ে আসা হলে তাঁকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসকরা ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। যদিও ওই পুলিশ কর্মীর মৃত্যুর প্রকৃত কারণ পষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ওই পুলিশকর্মী বেশ কিছু সমস্যায় ভুগছিলেন ৷ হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷
রাত পোহালেই ভোট মালদহে। মালদহে ইতিমধ্যেই ১৪৪ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদহে মোট ভোটার সংখ্যা ৩১ লক্ষ ৪০ হাজার ৯৬৩ জন। পুরুষ ভোটার ১৫ লক্ষ ৯৫ হাজার ৬১২ জন। মহিলা ভোটার ১৫ লক্ষ ৪৫ হাজার ২৫৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯৫ জন। জেলায় বুথ সংখ্যা ৩০৮৮ বুথে।(১৮১০)। স্পর্শকাতর বুথ সংখ্যা ১৭০০। মহিলা পরিচালিত বুথ-৬০। নাকা চেকিং পয়েন্ট ৩০। মোট ভোট কর্মী- ১৩ হাজার ৯৫৮।
Comments :0