মঙ্গলসূত্র মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সম্প্রতি নরেন্দ্র মোদি রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে মন্তব্য করেন যে কংগ্রেস ক্ষমতায় এলে দেশের মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে।
তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেত্রী বলেন, ‘‘কংগ্রেস কখনও দেশের মা বোনেদের গয়না এবং মঙ্গলসূত্র কেড়ে নেবে না। কংগ্রেস ৫৫ বছর দেশ শাসন করেছে। কেউ কি তখন মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়েছে? যখন দেশে যুদ্ধ হয়েছিল তখন ইন্দিরা গান্ধী তার গয়না দিয়েছিলেন দেশের জন্য।’’
নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন যে কংগ্রেস পরিকল্পনা করছে দেশের সম্পদ ‘অনুপ্রবেশকারিদের’ মধ্যে ভাগ করে দেওয়ার। তার এই মন্তব্যকে কেন্দ্র করে গোটা দেশে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা অভিযোগ জানালেও প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে লির্বাচবী বিদিভঙ্গের কোন অভিযোগ আনেনি নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘‘কংগ্রেস তার নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করেছে যে সবার সম্পতির পরিমান খতিয়ে দেখা হবে। এমন কি মহিলাদের গয়নার পরিমানও। তারপর তারা তা সবার মধ্যে ভাগ করে দেবে।’’
এদিন প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী যদি মঙ্গলসূত্রর গুরুত্ব বুঝতেন তবে এই ধরনের মন্তব্য করতেন না। কৃষক আন্দোলনের সময় ৬০০ জন কৃষক শহীদ হয়েছেন। মোদিজি কি সেই সব শহীদ কৃষকদের স্ত্রীদের মঙ্গলসূত্র কথা ভেবেছেন কখনও?’’
Comments :0