Panchayat Elections

পঞ্চায়েত নির্বাচনের দাবিতে গঙ্গারামপুর থানা ঘেরাও, ডেপুটেশন

জেলা

Panchayat Elections


অবাধ ও সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে  শ্রমিক, কৃষক,ক্ষেত মজুররা গঙ্গারামপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিল সোমবার। এদিন সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ, ক্ষেত মজুর ইউনিয়ন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের অন্তত পাঁচ শতাধিক কর্মী গঙ্গারামপুর শপিং প্লাজার সামনে থেকে মিছিল করে শহর পরিক্রমা করে। পরবর্তীতে তারা গঙ্গারামপুর থানার সামনে জমায়েত হয়ে কয়েক ঘন্টা বিক্ষোভ ও অবস্থান করে। এদিন বিক্ষোভ চলাকালীন শ্রমিক নেতা অচিন্ত চক্রবর্তী বলেন, শাসক দলের পরিচালিত পঞ্চায়েত গুলিতে লাগামহীন দুর্নীতির তথ্য আমাদের কাছে গ্রামবাসীরাই তুলে দিচ্ছে। তিনি বলেন, একশো দিনের কাজ, আবাস যোজনার ঘর, রাস্তা ঘাট নির্মাণ সহ অন্যান্য প্রকল্পে শাসক দলের পঞ্চায়েত প্রধান সহ প্রতিনিধিরা দুর্নীতিতে জড়িয়ে আছে।

 পাঁচ বছর অতিক্রান্ত হলেও পানীয় জল পায়নি গ্রামের মানুষ, গরিব মানুষ আবাস যোজনার ঘরের আবেদন করে ব্লকে আর পঞ্চায়েতে হয়রানি হচ্ছে, রাস্তা ঘাট সংস্কার না হওয়ায় ক্ষোভ দেখাচ্ছে গ্রামের বাসিন্দারাই। আমরা ব্লক ও জেলা প্রশাসনের কাছে দুর্নীতির বহু তথ্য তুলে দিলেও কোন ব্যাবস্থা নেয়নি উচ্চ প্রশাসন। আজ তাই পাঁচ বছরের কাজের হিসেব চাইছে গ্রামবাসীরা। তিনি বলেন হিসেব না দিলে কাউকেই ছাড়া হবেনা। এদিন বিক্ষোভে নেতৃত্ব বলেন গত পঞ্চায়েত নির্বাচনে বর্তমান শাসকের দলদাস পুলিশ কাঠের পুতুলের ভূমিকা গ্রহণ করেছিল। তিনি বলেন, ভোট কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যাবস্থা করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এদিন বিক্ষোভে নেতৃত্ব দেন কৃষক সভার জেলা সম্পাদক সাকিরুদ্দিন আহমেদ, জীবন কুমার সরকার, অচিন্ত্য চক্রবর্তী, পার্থ সরকার, ক্ষেত মজুর ইউনিয়নের জেলা নেতা  সুবীর কুমার দাস প্রমুখ। 

Comments :0

Login to leave a comment