road blocked local siligury haldibari

রাস্তা মেরামতির দাবিতে হলদিবাড়ি-শিলিগুড়ি সরক অবরোধ স্থানীয়দের

জেলা

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে হলদিবাড়ি-শিলিগুড়ি গামি রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা। সোমবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন মোহিতনগর সংলগ্ন রাজ্য সড়ক শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তায় ঝা-বাড়ি মোরে পথ অবরোধে সামিল হয় স্থানীয়রা। অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার হাল বেহাল। রাস্তা ধুলোর জন্য চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুর্ঘটনা লেগেই আছে বলে অভিযোগ। রাস্তা মেরামত এবং সমাধানের দাবিতে পথ অবরোধ বলে জানান বাসিন্দারা। জলপাইগুড়ি শহরের প্রবেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ৭৩ মোর থেকে হলদিবাড়ি মোড় পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এই পথ অবরোধ। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ ১ বছর ধরে রাস্তা খারাপ, গত ১০ দিন আগে রাস্তার সারাই করার জন্য কাজ শুরু হলেও রাস্তার ওপরের পিচ তুলে দেয়ার পর রাস্তার কাজ বন্ধ করে রেখে দেওয়া হয়। যার ফলে রাস্তায় দুর্ঘটনা হচ্ছে ও ধুলোর জন্য শারীরিক সমস্যা হচ্ছে এলাকাবাসীদের। ধুলো বালির জন্য অনেকেই বাজার-দোকান খুলতে পারছে না। সোমবার প্রায় ২ ঘন্টা পথ অবরোধ থাকার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীঘ্রই রাস্তা সংস্কার করা হবে প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা। এলাকা বাসীদের দাবি দ্রুততার সাথে রাস্তার মেরামত করতে হবে না হলে পুনরায় আবার আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

Comments :0

Login to leave a comment