Illegal construction

কসবায় বেআইনি নির্মান ভাঙতে বাধা তৃণমূলের

কলকাতা

মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে বেআইনি বাড়ি ভাঙতে বাধা পৌরসভার কর্মীদের। তৃণমূল নেতা রানা বোসের নেতৃত্বে এই কাজে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কলকাতা পৌরসভার ৯১ নম্বর ওয়ার্ড জুড়ে একাধিক বেআইনি নির্মান মাথা তুলেছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর বৈশ্বানর। যার নেপথ্যে তৃণমূলের সিন্ডিকেট বাহিনী। মঙ্গলবার ৩৩/৩২ এনকে ঘোষাল রোডের ঠিকানায় তৈরি হওয়া বেআইনি নির্মান ভাঙতে গেলে রানা বোসের নেতৃত্বে নেপাল বৈরাগি, রাহুল দাস সহ বাকিরা বাধা দেয়। পুলিশের উপস্থিতিতেই পৌরসভার আধিকারিকদের কাজে বাধা দেয় বৈশ্বানরের লোকেরা।

মঙ্গলবার বাধা পাওয়ার পর বুধবার সকালে ওই বাড়িটি ভাঙার জন্য আবার যান পৌরসভার আধিকারিকরা। কসবা থানার বিশাল বাহিনীও ছিল তাদের সাথে। পুলিশ গোটা এলাকা ঘিরে নেওয়ার পর বাড়িটি ভাঙার কাজ শুরু করেন পৌরসভার আধিকারিকরা।

মার্চ মাসে গার্ডেনরিচে বেআইনি নির্মান ভেঙে ১৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় গোটা শহর জুড়ে তৃণমূলের সিন্ডিকেটের দাপট এবং বেআইনি নির্মানের চিত্র সামনে চলে আসে।  

Comments :0

Login to leave a comment