Missisipi tornado

টর্নেডোর তান্ডবে মিসিসিপি জুড়ে ধ্বংসের ছবি

আন্তর্জাতিক

টর্নেডোর তান্ডবে আমেরিকার মিসিসিপি প্রদেশে গৃহহীন বহু মানুষ। দুদিন আগের টর্নেডোতে শুধউ মাত্র মিসিসিপিতেই মৃত্যু হয়েছে ২৫ জনের। আলবামাতে মৃত্যু হয়েছে ১ জনের। টর্নেডোর তীব্রতা এতটাই বেশী ছিল যে তা নিয়ে রীতিমত স্তম্ভিত আবহাওয়া বিজ্ঞানীরা। মিসিসিপিতে প্রায় সব বাড়িরই ছাদ উড়ে গেছে। গাছ-পালা, বাড়ি, আসবাব সমস্ত কিছু তছনছ হয়ে গিয়েছে। দুমরে মুছরে বেঁকে গেছে গাড়ি। 

[ad}

মার্কিন রাষ্ট্রপতি মিসিসিপিতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। সরকারের পক্ষ থেকে মিসিসিপিতে ত্রান সামগ্রী ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আরও ত্রান পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বাইডেন প্রশাসন। ক্যারোল, হাম্ফরে, মনরোস এবং শার্কির মতো কাউন্টি গুলো সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারি ভাবে সেখানকার মানুষকে সাহায্য করার বিশেষ উদ্যাোগ নেওয়া হচ্ছে। প্রসঙ্গত শুক্রবারের এই টর্নেডো স্থায়ীত্ব ছিল প্রায় ১ ঘন্টা। মিসিসিপি জুড়ে প্রায় ২৭৪ কিমি পথএ তান্ডব চালিয়েছিল এই টর্নেডো।

Comments :0

Login to leave a comment