Farmers Training

চা কৃষকদের প্রশিক্ষণ শিবির ইসলামপুরে

জেলা

চা উৎপাদনের নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করতে কৃষকদের প্রশিক্ষিত করতে উদ্যোগী হল ভারতীয় চা পর্ষদের ইসলামপুর আঞ্চলিক দপ্তর। চা বিশেষজ্ঞদের দাবি, চা বাগান গুলিতে কীটনাশক ব্যবহারে উদ্ভিদ সুরক্ষা কোড না মানায় উৎপাদিত চা পাতার মান প্রভাবিত হয়। এতদিন কৃষকদের এ বিষয়ে কোন প্রশিক্ষণ না থাকায় একদিকে যেমন চাষীদের খরচ বেড়ে যাচ্ছিল অপরদিকে পাতার গুণমান ও প্রভাবিত হচ্ছিল। বুধবার পশ্চিমবঙ্গের মধ্যে প্রথমবারের জন্য ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে এ বিষয়ে চা চাষীদের প্রশিক্ষণ দেয়। ওই প্রশিক্ষণ শিবিরে শতাধিক ছোট চা কৃষক উপস্থিত ছিলেন। তাদের প্রশিক্ষণ দেন চা পর্ষদের ইসলামপুর আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ অভিজিৎ দাস, ও উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ।
সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার বলেন, চা চাষীদের প্রশিক্ষিত করার দায়িত্ব চা পর্ষদের। উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ চা কৃষকের কোন প্রথাগত প্রশিক্ষণ নেই। ফলে তাদের প্রায়ই নানা সমস্যায় পড়তে হয়। এতদিন এ বিষয়ে প্রশিক্ষণ না দেওয়ায় ক্ষতি হয়েছে চা চাষীদের। আমরা বিভিন্ন সময়ে চা চাষীদের প্রশিক্ষিত করার দাবি জানিয়েছি। অবশেষে চা পর্ষদ এ বিষয়ে উদ্যোগী হওয়ায় কৃষকেরা উপকৃত হবে।
 

Comments :0

Login to leave a comment