Rally

ধর্মঘটের সমর্থনে মিছিল রানী নগরে

জেলা

আগামী ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার সিপিআইএম) রানী নগর ২ ব্লকের পক্ষ থেকে মিছিল সংগঠিত করা হলো শিয়ালমারি বাজারে। 

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আগামী ২০ মে শ্রম কোড বাতিলের দাবিতে সারা ভারত সাধারণ ধর্মঘটে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবেন দেশের খেটে খাওয়া মানুষ। 

নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় সরকার শ্রমিক-কর্মচারীদের অধিকার কেড়ে নেওয়ার লক্ষ্যে ২৯টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রম কোড কার্যকরী করার জন্য ২০১৯ ও ২০২০ সালে বামপন্থী সাংসদদের বিরোধিতা সত্বেও একতরফাভাবে সংসদে পাস করেছে। শ্রমিক-কর্মচারীদের অর্জিত ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে দেশের সরকার। কাজের ঘণ্টা, বেতনের নিশ্চয়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা কেড়ে নিয়ে শ্রমিক-কর্মচারীদের ক্রীতদাসে রুপান্তরিত করতে চাইছে একক সংখ্যাগরিষ্ঠা না পাওয়া মোদী সরকার। দেশ এখন গভীর অর্থনৈতিক সঙ্কটে নিমজ্জিত। কর্পোরেট ও সাম্প্রদায়িক শক্তির অশুভ আঁতাত ক্রমশ দৃঢ় হচ্ছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে এক দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষের দারিদ্র্য চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষুধা এবং অপুষ্টি বিস্ফোরণের পর্যায়ে। বেকারি ও কর্মচ্যুতি নজিরবিহীন রেকর্ড তৈরি করেছে। পুঁজির কেন্দ্রীভবন এবং ধনবৈষম্য প্রকটভাবে বেড়েছে। চিকিৎসা পরিষেবার খরচ রকেটের মতো বৃদ্ধি পাচ্ছে। কঠিন পরিস্থিতির সম্মুখীন মানুষ। এইসবের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। আগামী ২০ মে’র সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে এদিন মিছিল সংগঠিত হয় মুর্শিদাবাদের রানী নগর শিয়ালমারি বাজারে। ছিলেন জামাল হোসেন,আবু বাক্কার, নবকুমার মন্ডল, জুলফিকার আলী ভুট্টো সহ প্রমুখ।

Comments :0

Login to leave a comment