সারা দুনিয়ার সঙ্গে এরাজ্যেও আন্তর্জাতিক মে দিবস উদ্যাপিত হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শ্রদ্ধায়, মর্যাদায়, শপথে পালিত হচ্ছে আন্তর্জাতিক মে দিবস। কোথাও আলোচনাসভা কোথাও রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি পালিত হচ্ছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী, নদীয়া জেলায় সিপিআই(এম) জেলা দপ্তর ছাড়াও প্রতিটি এরিয়া দপ্তরে মেহনতি মানুষের অধিকার রক্ষার শপথ নেওয়া হচ্ছে।
উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে মর্যাদায় পালিত হচ্ছে মে দিবস। জেলাজুড়ে শ্রমিক সংগঠনগুলির দপ্তরে কারখানার গেটে পতাকা উত্তোলন করা হয়। জেলাজুড়ে পার্টি অফিসগুলিতে পতাকা উত্তোলন করা হয়।
দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ঐতিহাসিক মে দিবস মর্যাদার সঙ্গে পালিত হয়। জেলায় পার্টির এরিয়া কমিটি ও শাখা দপ্তরগুলিতে রক্ত পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করা হয়। বিভিন্ন কারখানায় মে দিবস পালিত হচ্ছে।
এদিন পশ্চিম মেদিনীপুরে ঐক্যবদ্ধ হলেন শ্রমজীবী মানুষ। খড়্গপুর শহরে শ্রমজীবী মানুষের পদযাত্রা শুরু হয়। তালবাগিচা, ডিভিসি মোড় হয়ে আইআইটি গেটের কাছে পদযাত্রা এগিয়ে চলে। জেলার একাধিক স্থানে হয় মিছিল। মহিলা শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল নজরকাড়া।
পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। শ্রমিক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এছাড়াও জেলার হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার গেটে, কোলাঘাট শিল্পতালুকে শ্রমিকরা একত্রিত হয়ে শহীদ স্মরণ করেন। পাশাপাশি পাঁশকুড়া, তমলুক, শহীদ মাতঙ্গিনী, কোলাঘাট, নন্দকুমার, ময়না, নাইকুড়ি, মহিষাদল, সুতাহাটা, হলদিয়া শহর ও গ্রামীণ, নন্দীগ্রাম, চণ্ডীপুর, ভগবানপুর, পটাশপুর, প্রতাপদিঘি, এগরা, বালিঘাই, বালিসাই, রামনগর, কাঁথি, দেশপ্রাণ, মারিশদা, খেজুরি, হেঁড়িয়া, মুগবেড়িয়ার বিভিন্ন এলাকায় মে দিবস পালিত হয়।
হুগলী জেলার পুরশুড়া, মানকুণ্ডু, তেলেনিপাড়া, ব্যান্ডেল, চন্দননগর, আরামবাগ, গোঘাট, ধনিয়াখালি, তারকেশ্বর, চণ্ডীতলা, জঙ্গিপাড়া, সিঙ্গুর, হরিপাল, চুঁচুড়া, শ্রীরামপুর, রিষড়া, হিন্দমোটর, উত্তরপাড়া, বৈদ্যবাটি, বলাগড়, বাঁশবেড়িয়া সর্বত্রই শ্রদ্ধার সঙ্গে দিনটি পালিত হয়। এদিন জেলার বহু স্থানে মিছিল হয়।
নদীয়া জেলার সর্বত্রই আন্তর্জাতিক মে দিবস উদ্যাপিত হয়েছে। সকালে কৃষ্ণনগরে সিপিআই(এম) নদীয়া জেলা দপ্তরে রক্ত পতাকা উত্তোলন, শহীদবেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বর্তমান সময়ে মে দিবস উদ্যাপনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। সিআইটিইউ নদীয়া জেলার কৃষ্ণনগর আমিন বাজারের দপ্তরে দিনটি স্মরণ করা হয়।
হাওড়া জেলার সর্বত্র ছোট বড় কারখানার গেটে মে দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
Comments :0