সিপিআই (এম) উত্তর হাওড়া এরিয়া কমিটির উদ্যোগে ৫ নং ওয়ার্ডের ভৈরব ঘটক লেনে মে দিবসে উদ্বোধন হলো গণশক্তি বোর্ডের।
উল্লেখ্য রাজ্যে পালা বদলের এখানে দীর্ঘ দিনের স্থায়ী লোহার তৈরি গণশক্তি বোর্ডটি তৃণমূলী দুষ্কৃতিরা গ্যাস কাটার দিয়ে গোড়া থেকে কেটে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়।
এদিন সেখানেই নতুন সুসজ্জিত গণশক্তি বোর্ডটি উদ্বোধন করেন হাওড়া জেলার সিপিআই (এম) নেতা জয়ন্ত মুখার্জি। রক্ত পতাকা উত্তোলন করেন এলাকার প্রবীণ পার্টিকর্মী জ্যোতির্ময় শীল। শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পার্টি নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন জয়ন্ত মুখার্জি, এরিয়া সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি সহ পার্টি নেতা পবন কুমার সিং, সরোজ দাস প্ৰমুখ। সভা পরিচালনা করেন রমেন দাস।
Ganashakti Howrah
গণশক্তি-র বোর্ড উদ্বোধন হাওড়ায়

×
Comments :0