সিআইটিইউ নেতা অশোক গুহ ঘামে ভিজে গিয়েছেন। স্টলে সিআইটিইউ’র অন্য নেতা ও কর্মীদের একই অবস্থা। কিন্তু বইয়ের জন্য ভিড় কমার লক্ষণ নেই। দেখুন ভিডিও
তিনি বলেছেন, ‘‘যে দাবি নিয়ে আজকের সমাবেশ। সিআইটিইউ’র প্রধান দাবি ২৯টি শ্রম আইনকে যেভাবে চারটি শ্রম কোডে রূপান্তরিত করা হয়েছে তা নিয়ে আমরা একটি বই বের করেছি। মাত্র দশ টাকায়।’’
অশোক গুহ জানিয়েছেন যে এবার লক্ষ্য ২০ মে সারা ভারত সাধারণ ধর্মঘটের প্রচার গড়া তোলা। শ্রম কোড সংক্রান্ত এই পুস্তিকাকে হাতিয়ার করে সর্বত্র সেই প্রচার গড়ে তুলবেন সিআইটিইউ কর্মীরা।
গুহ বলেছেন, ‘‘পাশাপাশি বিজেপি’র সাম্প্রদায়িকতার নীতির বিরুদ্ধে বইয়েরও চাহিদা খুব। জননেতা এবং শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা জ্যোতি বসুকে নিয়েও একটি বই প্রকাশ করেছে সিআইটিইউ।’’
ঠা-ঠা দুপুরে স্টলে উপচে পড়েছে ভিড়। দূর দূর জেলা থেকে সেই বই কিনেছেন বহু মানুষ।
Brigade Book Stall
ব্রিগেডের কথা: ধর্মঘটের প্রস্তুতি শুরু, শ্রম কোডের বই কিনতে ভিড়, দেখুন ভিডিও
×
Comments :0