BRIGADE

বস্তি উচ্ছেদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে ব্রিগেডে বললেন সুখরঞ্জন দে

রাজ্য ব্রিগেড

রবিবার ব্রিগেড সমাবেশে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে বলেন, বামফ্রন্ট সরকার বস্তি বাসীদের জন্য উন্নয়ন করেছে। আজ দেখা যাচ্ছে বস্তিবাসীদের বিপথে পরিচালিত করা হচ্ছে। সাম্প্রদায়িক পরিস্থিতে তৈরি করা হচ্ছে। এই তৃণমূল সরকার ২০০০ এবং ৫০০ একর জমি লুঠের ব্যবস্থা এবং উত্তরণের নাম দিয়ে বস্তি বাসীদের উচ্ছেদের যেই চক্রান্ত করছে তা বোঝা যাচ্ছে। আমরা দাবি করছি বস্তিবাসীদের পাটা দিতে হবে। দে বলেন, আমাদের রাজ্যের ৪৫ শতাংশ মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন। তাঁরা কোন সরকারি পরিষেবা পায় না। এই মানুষদের সংগঠিত করতে হবে। রেলের জমি কর্পোরেটদের দিয়ে দিতে চাইছে সরকার। এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। গরিব মানুষকে উচ্ছেদ করা যাবে না।

Comments :0

Login to leave a comment