SFI Jalpaiguri

সন্ত্রাসবাদে ধিক্কার, জলপাইগুড়ির ছাত্রমিছিলে ধিক্কার বিভাজনেও

জেলা

অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচন করার দাবি সহ ছাত্র সমাজের বিভিন্ন দাবিকে সামনে রেখে এসএফআই জলপাইগুড়ি জেলা কমিটির ডাকে গোটা জেলায় জুড়ে চলছে প্রচার। 
আগামী ১৬ জুন কলকাতার কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে চলছে  কর্মীসভা, মিছিল সহ বিভিন্ন কর্মসূচী। 
কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে, দেশের সরকারকে সমস্ত মানুষকে দেশের মধ্যে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে, অবিলম্বে সমস্ত চা বাগানের বেহাল স্কুলগুলি পুরোনো অবস্থায় ফিরিয়ে আনতে, গণপরিবহনে ছাত্র ছাত্রীদের অর্ধেক ভাড়া নেওয়ার দাবি জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করে এসএফআই। 
পথ হাঁটেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী, জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, সভাপতি সাব্বির হোসেন, সঙ্গীতা রায় সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। 
কার্য্যী বলেন, বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে ছাত্রদের দৈনন্দিন দাবিদাওয়াকে ভুলিয়ে দিতে চাইছে দুই সরকার। ছাত্রদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়ে রাজ্য জুড়ে লড়াই করছে এসএফআই। আগামী ১৬  জুন কলকাতার কলেজ স্ট্রিটের ছাত্র সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে রাজ্যজুড়ে চলছে  কর্মীসভা মিছিল সহ বিভিন্ন কর্মসূচী। 

Comments :0

Login to leave a comment