MODI CCPA

৬ বছর পর সিসিপিএ’র বৈঠকে মোদী

জাতীয়

কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠকের পরই রাজনীতি বিষয়ক কমিটিও বসল আলোচনায়। বুধবার নয়াদিল্লিতে পরপর কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছে সব অংশ।
২২ এপ্রিল পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরদিন, ২৩ এপ্রিল, কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিক্ষয়ক কমিটির বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাতদিনের মাথায় ফের বৈঠকে বসেছে সেই কমিটি। তবে এখনও পর্যন্ত পুলওয়ামার বৈসরনে গুলি চালানোর সরাসরি যুক্ত এমন কাউকে গ্রেপ্তার করার খবর জানায়নি প্রশাসন। 
আলোচনা সব মহলে আরও বেড়েছে রাজনীতি বিষয়ক কমিটি বা সিসিপিএ’র বৈঠক চলায়। শেষ কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটির বৈঠক হয়েছিল ২০১৯-এ। একাংশ জানাচ্ছে, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ট্রাকে ভয়াবহ হামলার পর সেই কমিটির বৈঠক হয়। তার কিছু পরে বালাকোটে বিমানহানা চালায় ভারত। 
গত মঙ্গলবার মোদী নিজের সরকারি বাসভবনে বৈঠক করে সামরিক বাহিনীকে ‘প্রয়োজন অনুযায়ী অভিযানের স্বাধীনতা’দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 
এদিকে বুধবার সকালে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী দাবি করেন যে ভারত হামলা চালাবে খুব তাড়াতাড়ি। এর মধ্যে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। গুতেরেজ, সীমান্তের ওপারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও কথা বলেছেন।   
বুধবার দুপুরে পাকিস্তানের সরকারি সংবাদসংস্থা পিটিভি নিউজের প্রতিবেদনে দাবি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধ বিমান চক্কর কেটেছে। পাকিস্তানের যুদ্ধ বিমান পাঠানো হলে সরে গিয়েছে রাফাল।

Comments :0

Login to leave a comment