২০ মে সর্বভারতীয় ধর্মঘটের পক্ষে প্রস্তাব গৃহীত হয়েছে ব্রিগেডের জনসভায়। শ্রম কোড বাতিলের দাবিকে সামনে রেখে এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ।
রবিবার ব্রিগেড সমাবেশে ধর্মঘটকে সমর্থনের পক্ষে প্রস্তাব পেশ করেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জি। সমর্থন করেন সারা ভারত কৃষকসভার রাজ্য সম্পাদক অমল হালদার।
সুভাষ মুখার্জি বলেন, ‘‘ধর্মঘটকে সফল করার জন্য খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের কাছে যেতে হবে। আক্রমণ বহুমুখী, সব অংশের মেহনতি মানুষ আক্রান্ত। সব অংশের কাছেই পৌঁছাতে হবে।’’
ধর্মঘটের প্রচারের অভিমুখ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘সবার কাছেই এই আহ্বান থাকবে যে দেশ রক্ষা কর, আমাদের রাজ্যে বদল আনো।’’
অমল হালদার সমর্থন জানিয়ে বলেছেন, ‘‘ব্রিগেড থেকে ফিরে যাওয়ার পর আর বসে থাকা নয়। একটা মাস ধরে গ্রামে শহরে অসংখ্য পথসভা, মিটিং মিছিলের মধ্য দিয়ে ব্যারিকেড গড়ে তুলতে হবে।’’
তিনি বলেন, ‘‘কৃষক এবং খেতমজুর আন্দোলনের কর্মীদের দায়িত্ব গ্রামকে জাগিয়ে তোলা। শ্রম কোড বাতিল না হলে বিপদ।’’ সেই বিপদ স্পষ্ট করে এলাকায় এলাকায় ব্যাখ্যা করার আহ্বান জানান হালদার। তিনি বলেন, ‘‘ধর্মঘট সফল করতে পারলে পরের লড়াইকে তা শক্তি জোগাবে।’’
সমাবেশে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক অনাদি সাহুও শ্রম কোডের বিপদ সম্পর্ক বলেছেন সবিস্তারে।
তিনি বলেছেন যে কোভিড পরিস্থিতির পর বিরোধীদের বাইরে রেখে চোরের মতো শ্রম কোড পাশ করিয়েচিল মোদী সরকার। এখনও তা কার্যকর করা হয়নি। কিন্তু এই কোড বাতিল না হলে শ্রমিককে দাসে রূপান্তরিত করা হবে। সেই প্রক্রিয়া চলছে।
সাহু বলেন, ‘‘শ্রমকোডের বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাকে সফল করতে হবে।’’
20 May Strike
দেশ রক্ষা, রাজ্যে বদল: ২০ ধর্মঘটের সমর্থনে প্রস্তাব গৃহীত ব্রিগেডেই
×
Comments :0