Vancouver Festival Death

ভ্যাঙ্কুভারে উৎসবের ভিড়ে ছুটন্ত ট্রাক, নিহতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক

ঘটনার পর বহু মানুষ পড়ে রাস্তায়। ছবি সোশাল মিডিয়া থেকে।

জনপ্রিয় উৎসবে ভিড়ের ওপর আছড়ে পড়ল ট্রাক। কানাডার ভ্যাঙ্কুভারে এই ঘটনায় নিহতের সংখ্যা অন্তত ৯। 
অভিবাসী ফিলিপিনোদের উৎসব লাপু লাপুর দিন বহু মানুষ ছিলেন রাস্তায়। পুলিশ জানিয়েছে ভ্যাঙ্কুভারের এক বাসিন্দাকে ঘটনার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তবে ধৃতের সম্পর্কে বিশদ জানাতে অস্বীকার করেছে পুলিশ। 
স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ঘটনাকে ‘কোড অরেঞ্জ’ বলেছে। বহু মানুষ হতাহত হলে দেওয়া হয় এমন বার্তা।
ঘটনার ভিডিও-তে দেখা গিয়েছে বহু মানুষ রাস্তায় ছিটকে পড়ে রয়েছেন। অনেকেই নিস্পন্দ। চারদিকে অন্যরা ছোটাছুটি করছেন। কেউ কেউ দৌড়ে গিয়েছেন আহতদের পাশে। চারদিকে তুমুল আর্তনাদ। 
ঘটনাস্থলে ছিলেন এমন অেনেকে জানিয়েছেন যে অনেককে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত এমারজেন্সি সার্ভিসে ফোন করা হয়। আবিগেল আন্দিসো নামে এক বাসিন্দা বলেছেন যে অন্তত ২০ জন ছিটকে পড়ে ছিলেন রাস্তায়। কেউ কেউ সংবাদ মাধ্যমে জানিয়েছেন আহতদের মধ্যে শিশুরাও আছে।

Comments :0

Login to leave a comment