গোটা বিশ্বজুড়ে আক্রান্ত শ্রমিক শ্রেণি। সকাল থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের চা বাগান শ্রমিক মহল্লা, সিপিআই(এম) দপ্তরে মে দিবসকে সামনে রেখে রক্ত পতাকা উত্তোলন করা হয়।
বিভাজনকে হারিয়ে ঐক্য মজবুত করে শ্রমজীবীর অধিকার রক্ষার লড়াইয়ের শপথ ঘোষিত হয় সর্বত্র।
জেলা সিআইটিইউ দপ্তরে পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, খেত মজুর ইউনিয়নের দপ্তরের সামনে পতাকা উত্তোলন করেন প্রবীণ খেত মজুর আন্দোলনের নেতৃত্ব সমিজ উদ্দিন আহমেদ, সিপিআই(এম) জেলা পার্টি দপ্তরের পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, জেলা পার্টি দপ্তরের রক্ত পতাকা উত্তোলনের পর সংক্ষিপ্ত কর্মসূচিতে জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, আজকের দিনে সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে শ্রমিক শ্রেণির ঐক্য ভাঙার চেষ্টা করছে কর্পোরেট দুনিয়া , ভারতবর্ষের সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।
১৮৮৬ সালের ১ মে আমেরিকায় শ্রমিকদের ৮ ঘন্টা কাজের দাবির যে লড়াই শুরু করেছিল শ্রমিকরা ৪ ঠা মে হে মাকের্টের শ্রমিক সভায় পুলিশ শ্রমিকদের ওপর নির্যাতন নামিয়ে এনেছিল তাতে বহু শ্রমিকের মৃত্যু হয়, গ্রেপ্তার করা হয়েছিল বহু শ্রমিক ও শ্রমিক আন্দোলনের নেতৃত্বকে। পরবর্তীতে মিথ্যা মামলায় ৪ জন শ্রমিক নেতাকে ফাঁসি দেয় তৎকালীন আমেরিকান প্রশাসন। সেই সময় থেকে ৮ ঘণ্টা কাজের দাবির লড়াইয়ে সঙ্ঘবদ্ধ হতে শুরু করে গোটা দুনিয়ার শ্রমিকরা ১৮৯০ সালে ১ মে থেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে মে দিবস সেই সময় থেকেই গোটা বিশ্বজুড়ে শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবি সহ শ্রমিকের ন্যায্য পাওনার বিভিন্ন দাবিতে মে দিবস পালন করে আসছেন।
নেতৃবৃন্দ বলেন, বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে চা শ্রমিকের জমির দাবি, পিএফের বকেয়া দৈনন্দিন অন্যান্য দাবি দাওয়া, প্রান্তিক কৃষক, খেতমজুরের ন্যায্য মজুরির দাবি ভুলিয়ে দিতে চাইছে সরকার। বহুমুখী আক্রমণে জরাজীর্ণ বর্তমান সময়। আবার সম্ভবনাও তৈরি করছে। এই সময়ে চাই ঐক্য। ঐক্যবদ্ধ সংগ্রাম।
জলপাইগুড়ি জেলা সিপিআই(এম) দপ্তরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতা বিপ্লব ঝা, বিপুল সান্যাল, দেবরাজ বর্মন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবীন শিল্পী মিহির সেন। বিকাল ৫ টায় বড় পোস্ট অফিস মোড় থেকে সমস্ত শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ মিছিলে শামিল হবেন বলে জানান সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র।
May Day Jalpaiguri
বিভাজনকে হারিয়ে ঐক্যের ডাকে মে দিবস পালিত জলপাইগুড়িতে

×
Comments :0