পাঁচলা থানার অন্তগত জয়নগর গামের সোমনাথ সরর্দার নামের এক যুবকের পুলিশ হেপাজতে মৃত্যু হয়। তারই প্রতিবাদে জয়নগর সরদার পাড়ায় পাঁচলা থানার পুলিশ প্রশাসনকে দেখে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায়। স্থানীয়মানুষ ক্ষিপ্ত হয়ে শনিবার সকাল ৬টা থেকে পথ অবরোধ করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, একটি পুরনো মামলায় গত মঙ্গলবার রাতে পাঁচলার জয়নগর সর্দার পাড়ার বাসিন্দা সোমনাথ সর্দারকে পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার রাতে সোমনাথের পরিবার মৃত্যুত খবর পায়। পরিবারের অভিযোগ পুলিশ মারধর করায় মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। ঘটনার প্রতিবাদে এদিন সকালে থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। পুলিশকে ঘীরে বিক্ষোভ দেখাতে থাকে। পাঁচলা থানার পুলিশ দাবি করেছে, হেপাজতে সোমনাথ অসুস্থ হয়ে পড়ে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় সোমনাথের। যদিও পুলিশের দাবি উড়িয়ে দিয়ে নিহত যুবকের পরিবার দাবি করেছেন সোমনাথকে যখন পুলিশ নিয়ে যায় তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাদের দাবি পুলিশ হেপাজতেই সোমনাথের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
Comments :0