সকাল ১১ টা পর্যন্ত রাজ্যের ৩ আসনে ভোট পড়েছে ৩১.২৫ শতাংশ। দেশে ৮৯টি আসনে ভোটের হার ২৫.১। এদিন ভোট শুরু হওয়ার প্রথম দু’ঘন্টায় ২৪১টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে।
দার্জিলিঙ কেন্দ্রে ৩২.৭৫ শতাংশ, রায়গঞ্জ ৩২.৫১ শতাংশ, বালুরঘাট ২৮.১১ শতাংশ।
রায়গঞ্জে এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। দেবপুরী দেবীনগর এলাকায় কংগ্রেসের এই মহিলা পোলিং এজেন্টকে মারধর করা হয়।
গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির বুথে যান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ। বেরিয়ে আসার মুখে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে।
ভিক্টর বলেন, বঙ্গবন্ধু তথা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমান ‘জয় বাংলা’ স্লোগান তুলেছিলেন দেশ স্বাধীন করার সময়। মমতা ব্যানার্জি সেই স্লোগান হাইজ্যাক করে চালাচ্ছে। আসলে নীতি আদর্শহীন দল হলে যা হয়।
2nd phase Lok Sabha
ভোট পড়ল ৩১.২৫ শতাংশ, মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ
×
Comments :0